মাদারীপুরে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল

মাদারীপুর প্রতিনিধি : খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবাদে মাদারীপুরে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে মাদারীপুর জেলা যুবদল।


বুধবার বেলা সাড়ে ১২টার দিকে মাদারীপুর জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান মুরাদ ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা বলেন, দেশ ও জাতি আজ একটি সংকটময় সময় অতিবাহিত করেছে। দেশের সর্বস্থরে আইনের শাসন অনুপস্থিত। বিরোধী দল ও মতের দমনের নামে চলছে বিচার বর্হিভূত হত্যাকা-, গুম, গ্রেফতার, হয়রানি নির্য়াতন।


মাদারীপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, আমার দেশ পত্রিকা। মিছিল, মিটিং, সভা, সমাবেশসহ আমাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার হরণ করা হয়েছে।


লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার আন্দোলন, জনগণের ভোটের অধিকার রক্ষার আন্দোলন এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবাদে আগামী ২৯ জানুয়ারি বৃহস্পতিবার মাদারীপুর জেলা যুবদল সকাল-সন্ধ্যা হরতারের ডাক দিয়েছে।

বেলাল রিজভী/প্রবাস

২ thoughts on “মাদারীপুরে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *