ঢাকা: লিগ কাপের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে মরিনহোর চেলসি। ইংলিশ আরেক জায়ান্ট লিভারপুলকে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে পেছনে ফেলে দলটি।
চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের শেষ সময়ে ব্রানিস্লাভ ইভানোভিচের একমাত্র গোলে জয় পায় স্বাগতিকরা। আর প্রথম লেগে ১-১ এ সমতা থাকায় ফাইনাল নিশ্চিত করে চেলসি।
এদিন মরিনহো শুরুর একাদশে মাঠে নামান ইভানোভিচ, জন টেরি, ফিলিপ লুইজ, ম্যাটিক, সেস ফ্যাব্রিগাস, উইলিয়ান, অস্কার, ইডেন হ্যাজার্ড আর দিয়েগো কস্তার মতো তারকাদের। সব তারকা মাঠে থাকলে গোল পেতে বেশ বেগ পেতে হয় তাদের। প্রথমার্ধে কস্তাদের সহজ মিসগুলো ছিল দৃষ্টিকটু।
নির্ধারিত সময়ের খেলা শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে ।
অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে ব্রাজিল তারকা উইলিয়ানের দুরন্ত এক ফ্রি-কিকে হেড করে ইভানোভিচ দলকে গোলের স্বাদ পাইয়ে দেন। ম্যাচের বাকিটা নিরাপদে পার করে মাঠ ছাড়ে চেলসি।
ফাইনালে চেলসি খেলবে শেফিল্ড ইউনাইটেড বনাম টটেনহ্যামের মধ্যে জয়ী দলের বিপক্ষে।
Sarowar Islam liked this on Facebook.
Sarowar Islam liked this on Facebook.