ঢাকা: আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে গুলশান থেকে বিএনপির রাজনৈতিক দলের কার্যালয় সরিয়ে নেয়ার আল্টিমেটাম দিয়েছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফোরামের (বিএনএফ) সভাপতি আবুল কালাম আজাদ।
তিনি বলেছেন, ‘কূটনৈতিক জোনে রাজনৈতিক কার্যালয় থাকায় শান্তি বিনষ্ট হচ্ছে। এই এলাকার নিরাপত্তার স্বার্থে সকল রাজনৈতিক কার্যালয় সরিয়ে নেয়া জরুরি।’
মঙ্গলবার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে অনির্ধারিত আলোচনায় এসব বলেন তিনি।
তিনি বিএনপির দলীয় কার্যালয়কে ইঙ্গিত করে বলেন, ‘যেখান থেকে জঙ্গি হামলার, সন্ত্রাসী হামলার, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার নির্দেশ দেয়া হয়, দেশে জ্বালাও-পোড়াও করে অস্থিরতা সৃষ্টির আদেশ দেয়া হয় সেই রাজনৈতিক কার্যালয় কূটনৈতিক জোনে রাখা বিপজ্জনক। এতে যেকোন সময় ওই এলাকার নিরাপত্তার অবনতি ঘটতে পারে।’
আবুল কালাম আজাদ ওই এলাকার সংসদ সদস্য হিসেবে নিরাপত্তার স্বার্থে সকল রাজনৈতিক কার্যালয় বন্ধ করা অথবা সরিয়ে নেয়ার জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে আবেদন করেন।
তিনি বলেন, ‘গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ গত একমাস ধরে বন্ধ আছে শুধু এরপাশে বিএনপির দলীয় কার্যালয় থাকার কারণে। এতে ছাত্র-ছাত্রীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। তাদের শিক্ষা জীবন হুমকির মুখে পড়েছে। এই অবস্থা থেকে পরিত্রাণ চায় এলাকার সাধারণ মানুষ।’