এক নজরে কোকো…

ঢাকা: বাংলাদেশের শাসন-ক্ষমতার সঙ্গে সরাসরি যুক্ত থাকা পরিবারগুলোর অন্যতম জিয়া-পরিবার। এরই অন্যতম সদস্য আরাফাত রহমান কোকো চিরতরে চলে গেছেন না ফেরার দেশে।

বিএনপি’র প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে হিসেবেই পরিচিত ছিলেন কোকো। সঙ্গে আরেকটি পরিচয়ও আলোচিত তার- দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ‘তারেক রহমানের ছোট ভাই’।

রাজনৈতিক কোন বড় পদে ছিলেন না তিনি। তবু নানাসময় নানাভাবে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনায় এসেছে তার নাম।

শনিবার (২৪ জানুয়ারি) হৃদরোগে আক্রান্ত হয়ে বিদায় নেওয়া কোকো’র কিছু পুরনো ছবিই সবাই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে পোস্ট করছিলেন। কারণ ওয়ান-ইলেভেনের পরে চিকি‍ৎসার জন্য দেশের বাইরে গিয়ে আর আসা হয়নি তার। মালয়েশিয়ায় বসবাস করছিলেন, সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ‍

তাই সেভাবে ক্যামেরার নাগালে পাওয়া যায়নি কোকোকে। এ পর্যন্ত বিভিন্ন মাধ্যমে আসা তার কিছু আলোচিত ও দুর্লভ ছবি-ভিডিও, সেই সঙ্গে বাংলানিউজের ক্যামেরায়- ‘এক নজরে কোকো…’


মায়ের কোলে ছোট্ট কোকো, পাশে বড় ভাই তারেক (সংগৃহিত)


একটু বড় হওয়ার পরের ছবি। এখানেও মায়ের কোলে কোকো, পাশেই তারেক। (সংগৃহিত)


জিয়া পরিবারের একটি উজ্জল ছবি। একটি সুখী পরিবারের চিত্র তুলে ধরা এই ছবিতে বাবা জিয়াউর রহমানের পাশে কোকো, মা খালেদার পাশে তারেক। (সংগৃহিত)

জিয়ার মৃত্যুর পরে খালেদা, তারেক ও কোকোর সাক্ষাৎকারটি যেন সেই সময়টিতেই ফিরিয়ে নিয়ে যায়। (সংগৃহিত)


মায়ের সঙ্গে কিশোর কোকো।(সংগৃহিত)


কোকোর বিয়েতে অতিথি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালেদা তাকে অভিবাদন জানিয়ে পাশে বসেন। অপর পাশে খালেদার বোন ও কোকোর খালা খুরশিদ জাহান হক (চকলেট)। (সংগৃহিত)


স্ত্রীকে পাশে নিয়ে হাস্যোজ্জল কোকো। (সংগৃহিত)


মা, ভাই, ভাবি, স্ত্রী-কন্যা ও ভাইয়ের কন্যার সঙ্গে কোকো। জিয়া পরিবারের সদস্যদের ছবি, শুধু জিয়া নেই। (সংগৃহিত)


ওয়ান-ইলেভেনে গ্রেপ্তার, অসুস্থ… এরপর চিকি‍ৎসার উদ্দেশ্যে বিদেশ গমন। (সংগৃহিত)


দীর্ঘদিন পর মায়ের কাছে ফেরা, বাংলাদেশে। নেওয়া হচ্ছে গুলশান।

মায়ের স্পর্শ, মায়ের কান্না…আর দেখা হবে না। (ছবি: গুলশান অফিস থেকে)


বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা, অংশ নেন লাখো মানুষ।

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত, চিরতরে না ফেরার দেশে পাড়ি।

 

সংগ্রহ-বাংলানিউজ

৬ thoughts on “এক নজরে কোকো…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *