ওবামার মুখে শাহরুখের সংলাপ, নমস্তে বলে বিদায়

তিন দিনের সফর শেষে মঙ্গলবার ভারত ছাড়েন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। বিকালেই সস্ত্রীক সৌদি আরবের উদ্দেশে রওনা দেন। তবে ভারত ছাড়ার আগে ওবামায় যেসব কথা ভারতবাসী মনে রাখবে সেগুলো হচ্ছে তার মুখে শাহরুখ খানের সংলাপ ও ‘নমস্তে’ বলে বিদায় নেয়া।

দিল্লির সিরি ফোর্ট অডিটোরিয়ামে ভাষণের এক পর্যায়ে শাহরুখ খান অভিনীত দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ছবির একটি সংলাপ বলেন। ভাষণের এক পর্যায়ে ওবামা বলেন, “সেনোরিটা, বাড়ে বাড়ে দেশো মে…জানেনই তো কি বলছি।”

ওই পুরো সংলাপটি ছিল, “সেনোরিটা, বাড়ে বাড়ে দেশো মে অ্যায়সি ছোটি ছোটি বাতে হোতি হি রাহতি হ্যায়।”

ওবামা আরও বলেন,  “গত সফরে আমি কয়েকজন শিশুর সঙ্গে নেচেছিলাম এবং দীপাবলী উদযাপন করেছিলাম। এবার নাচা হলো না বলে আমি দুঃখিতI”

ওবামার ভাষণের অংশ হতে পেরে ভীষণ গর্বিত শাহরুখ খান। মাইক্রোব্লগিং সাইট টুইটারে শাহরুখ লেখেন, “প্রেসিডেন্ট ওবামার লিঙ্গ ও ধর্মীয় সমতা ভাষণের অংশ হতে পেরে গর্ববোধ করছি. তিনি ভাংড়া (এক ধরনের পাঞ্জাবী নাচ) করতে পারলেন না তাই দুঃখ হচ্ছে, পরের বার অবশ্যই ছাইয়া ছাইয়া হবে।”

এরপর বেলা ১টা ৫৫ মিনিটে এয়ারফোর্স ওয়ান বিমানে চড়ে সৌদি আরবের উদ্দেশ্যে ভারত ত্যাগ করেন ওবামা। এসময় উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে করজোড়ে নমস্তে’ জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিবর্তে ভারতের বিদ্যুৎমন্ত্রী পিযুষ গোয়াল ও পররাষ্ট্রসচিব সুজাতা সিং তাকে বিদায় জানান।

টুইটারে পাঠানো ফিরতি বার্তায় নরেন্দ্র মোদি লিখেছেন, ‘বিদায়। আপনার সফর ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে ও নতুন একটি অধ্যায়ের সূচনা করেছে। আপনার নিরাপদ সফর কামনা করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *