হোয়াইট হাউসের অভ্যন্তরে ড্রোন বিধ্বস্ত!

হোয়াইট হাউসের শক্তিশালী রাডার ব্যবস্থাকে অকেজো প্রমাণ করে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ভবনটির অভ্যন্তরে একটি ছোট ড্রোন বিধ্বস্ত হয়েছে।
সোমবার প্রথম প্রহরে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, ড্রোনটির পরিচালনাকারীকে সনাক্ত করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সিক্রেট সার্ভিসের একজন মুখপাত্র জানান, বিনোদনমূলক উদ্দেশ্যে ড্রোনটি ব্যবহৃত হচ্ছিল।
এটি হোয়াইট হাউজের নিরাপত্তা বলয় ভেদ করে বিধ্বস্ত হয়। হোয়াইট হাউসের ওপর যাতে তোনো উড়ন্ত বস্তু যেমন বিমান, ক্ষেপণাস্ত্র কিবং বড় ড্রোন উড়তে না পারে তা সনাক্ত করার জন্য রাডার ব্যবস্থা রয়েছে।
তবে মুখপাত্র বলেন ‘কোয়াড কপ্টার’’ নামের এই ড্রোন বিপজ্জনক নয়।
এ ঘটনায় যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের মধ্যে ড্রোন চলাচল নিয়ন্ত্রণ নিয়ে যে বিতর্ক চলছে তা জোরালো হবে।
ড্রোনটি ২ ফুট ব্যাসার্ধের এবং ওজন ২ পাউন্ড। সোমবার ভোররাত ৩টা ৮ মিনিটে হোয়াইট হাউস প্রাঙ্গনের দক্ষিণপূর্ব দিকে একটি গাছের ওপর এটি বিধ্বস্ত হয় বলে এক বিবৃতিতে জানান সিক্রেট সার্ভিসের মুখপাত্র নিকোল মেইনর।
মেইনর জানান, এ ঘটনার পরপরই সতর্কতা জারি করে হোয়াইট হাউস বন্ধ করে দেয়া হয়। এরপর ড্রোনটি পরীক্ষা করা হয়।
তবে ড্রোনটির নির্মাতা প্রতিষ্ঠানের নাম জানানটি মেইনর।
ঘটনার সময় প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসে ছিলেন না। তিন দিনের সফরে ওবামা দম্পতি এখন ভারত অবস্থান করছেন।

আতিক/প্রবাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *