কুমিল্লায় মহিলা দল নেত্রীসহ ২৭ জন গ্রেফতার

কুমিল্লার দাউদকান্দিসহ বিভিন্ন উপজেলায় নাশকতা পরিকল্পনার অভিযোগে দাউদকান্দি উপজেলা মহিলা দল নেত্রীসহ ২৭ জনকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। দাউদকান্দি থানা পুলিশের সূত্র জানায়,সোমবার গভীর রাতে উপজেলার মোহাম্মদপুর গ্রামের ভঁূইয়া বাড়ি থেকে সুন্দলপুর মডেল ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ও উপজেলা মহিলা দলের সহ-সভাপতি নাজমা বেগম এবং দাউদকান্দি বিএনপি নেতা শিল্পপতি শাহজাহান আলী ভূঁইয়াসহ ২১জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকাল থেকে দাউদকান্দি মডেল থানায় গ্রেফতারকৃদের আত্মীয়-স্বজনরা ভিড় জমাতে থাকলে থানার মূল ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এসময় বিজিবি সদস্যদেরও থানার মূল ফটকে অবস্থান নিতে দেখা যায়।

দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহীদনগরের মোহাম্মদপুর গ্রামের ভঁূইয়া বাড়িতে নাশকতা পরিকল্পনার মিটিং চলাকালে ২১ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে, কুমিল্লা জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ৫ জন এবং জামায়াতের ১ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তাদের সবার নামে জেলার বিভিন্ন থানায় নাশকতার মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *