ঢাকা: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমানে কোকোকে যে কবরে সমাহিত করা হবে সেটি খোঁড়ার কাজ প্রায় শেষ হয়েছে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ৮ জন গোরখোদক কবরটি খোঁড়ার কাজ শুরু করেন।
বনানী কবরস্থানের ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় ভিআইপিদের সমাহিত করার জন্য নির্ধারিত স্থানে কোকোকে সমাহিত করা হবে।
মালয়েশিয়া থেকে বেলা সাড়ে ১১টার দিকে কোকোর মরদেহ বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে মরদেহ সরাসরি নিয়ে যাওয়া হয় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে। এরপর দুপুর ২টা ৪০ মিনিটের দিকে গুলশান কার্যালয় থেকে কোকোর লাশবাহী অ্যাম্বুলেন্স বায়তুল মোকাররমের উদ্দেশে রওনা হয়। সেখানে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে বেগম জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো।
শনিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়াতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আরাফাত রহমান কোকো। বুকে ব্যথা ওঠার পর হাসাপাতলে নেয়ার আগেই তার মৃত্যু হয়।