ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইন, ফ্রান্স, কুয়েত, নরওয়ে, ইন্দোনেশিয়া ও আরব আমিরাতসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।
সোমবার বিকেল ৪ টার দিকে ফিলিপাইনের রাষ্ট্রদূত বেন্দিলো ও ফ্রান্সের রাষ্ট্রদূত বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন।
এর আগে বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী আহমেদ ইব্রাহিম এস আল দুফায়রি, নরওয়ের রাষ্ট্রদূত ম্যারি টুলুন্ডিমু।
সোমবার দুপুর ১২ টা ২০ মিনিটের দিকে তারা শোক বইয়ে স্বাক্ষর করেন।
নরওয়ের রাষ্ট্রদূত চলে যাওয়ার একটু পরেই শোক বইয়ে স্বাক্ষর করেন নেপালের মিনিস্ট্রি অব কাউন্সিলর সুশীল। একই সময়ে সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের একজন কর্মকর্তা শোকবার্তা নিয়ে গুলশান কার্যালয়ে প্রবেশ করেন।
উল্লেখ্য শনিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২ টার দিকে মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নেয়ার পথে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়।