২০ দলীয় জোট নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় মামলাটি দায়ের করা হয়।
মামলায় বিএনপি চেয়ারপারসনসহ আসামি করা হয়েছে ৩২ জনকে। কাভার্ড ভ্যান পোড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় বেগম জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে।
এর আগে ২৩ জানুয়ারি রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা ছুঁড়ে আগুন দেয়ার ঘটনায় বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
২৪ জানুয়ারি বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করে ওই মামলা দায়ের করেছেন যাত্রাবাড়ি থানার উপ পরিদর্শক কে এম নুরুজ্জামান।
অবরোধের মধ্যে নাশকতার জন্য খালেদা জিয়াকে দায়ী করে তাকে ‘হুকুমের আসামি’ করার পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মত দেয়ার দুই দিনের মাথায় মামলাটি দায়ের করা হয়। ওই মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়া, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও শওকত মাহমুদসহ ৬৮ জনকে আসামি করা হয়।