দেশব্যাপী টানা অবরোধের মধ্যে রাজশাহীতে ২০ দলীয় জোটের ডাকা বুধ ও বৃহস্পতিবারের হরতালের মধ্যেই এবার বুধবার জেলায় হরতাল আহ্বান করেছে জামায়াতে ইসলামী রাজশাহী জেলা পূর্ব শাখা।
দলটির চারঘাট থানা আমির অধ্যক্ষ নাজমুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহী জেলায় বুধবার সকাল ৬টা থেকে ১২ ঘণ্টার হরতালের কর্মসূচি দিয়েছে জামায়াত।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী জেলা পূর্ব শাখার প্রচার সেক্রেটারি মিনহাজুল ইসলাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হরতাল কর্মসূচির এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, অধ্যক্ষ নাজমুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী জেলায় সর্বাত্মক হরতাল পালনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী রাজশাহী জেলা পূর্বের আমির রেজাউর রহমান, সেক্রেটারি মাইনুল ইসলাম, জেলা পশ্চিমের আমির মাওলানা আমিনুল ইসলাম, সেক্রেটারি আব্দুল খালেক ও রাজশাহী মহানগরীর নেতৃবৃন্দ।
এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়েরসহ ২০ দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টার হরতালের ডাক দেয়া হয়েছে। বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশীদ সোমবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের এ কর্মসূচির তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দলের শীর্ষ পর্যায়ের এক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা হরতাল রাজশাহী মহানগর ও জেলাসহ পুরো বিভাগেই পালন করা হবে।
প্রতিটি জেলা উপজেলায় ২৪ ঘণ্টার এ হরতাল পালনের জন্য অঙ্গ ও সহযোগী সংগঠনসহ জেলা বিএনপির সব ইউনিটকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান বিএনপি নেতা হারুন-অর-রশীদ।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি বিএনপির বিশেষ সম্পাদক ও রাজশাহী জেলা সভাপতি সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নাদিম মোস্তফাকে আটকের প্রতিবাদে ২৪ ঘণ্টার হরতাল পালন হয়।