বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।
আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মির্জা ফখরুলকে ঢাকায় নিয়ে আসা হয়। আগামীকাল মঙ্গলবার ঢাকার একটি আদালতে হাজিরা দেয়ার জন্যই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে কারাকর্তৃপক্ষ।
কাশিমপুর কারাগার পার্ট-২ এর জেল সুপার জাহাঙ্গীর কবির জানান, বিকেল সাড়ে ৫টার দিকে মির্জা ফখরুল ইসলামকে কারাগারের পার্ট-২ থেকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
প্রসঙ্গত, গাড়ি পোড়ানোর মামলায় গত ৭ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাব থেকে গ্রেফতার হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।