বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের ২০ তম রাতে রাজধানীর পোস্তগোলা আলম মার্কেটের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার রাত ৯ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ভজন দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আলম মার্কেটের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা ৯ টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নেয় স্থানীয়রা।