লন্ডনে ভাইয়ের গায়েবানা জানাজা পড়লেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট : প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে রবিবার স্থানীয় সময় ৩টা ৪৫মিনিটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো’র গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

লন্ডনে বসবাসরত আরাফাত রহমানের বড় ভাই ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান গায়েবানা জানাজায় শরিক হন। জানাজার পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে মরহুম আরাফাত রহমানের আত্মার মাগফেরাতের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন তারেক রহমান।

তিনি বলেন, আপনারা সকলে আমার ছোট ভাই আরাফাত রহমানের মাগফেরাতের জন্য দোয়া করবেন। আমাদের পরিবারের সকল সদস্যদের জন্য বিশেষ করে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাকে এই শোক সহ্য করার শক্তি দান করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্যও সকলের নিকট দোয়া কামনা করেন তিনি।

গণতন্ত্র পুনরুদ্ধারের এ সংগ্রামে যারা শাহাদাৎ বরণ করেছেন তাদের সকলের জন্য দোয়া কামনা করেন তারেক রহমান।

কনকনে ঠান্ডা উপেক্ষা করে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশীরা জানাজায় শরিক হন।

তারেক রহমান জানাজায় অংশ নিতে আলতাব আলী পার্কে পৌঁছালে তাকে স্বাগত জানান লন্ডন টাওয়ার হ্যামলেটসে’র মেয়র লুৎফর রহমান ও কাউন্সিলর অহিদ আহমেদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য সচিব ও প্রধানমন্ত্রীর সাবেক সহকারী প্রেস সচিব মুশফিজুল ফজল আনসারী, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দস, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ,স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পারভেজ মল্লিক, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ গোলাম জাকারিয়া,ব্যারিস্টার মীর হেলাল, যুক্তরাজ্য বিএনপির সাবেক আহ্বায়ক এম এ মালেক, সিনিয়র ভাইস চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম, হুমায়ুন কবির, যুক্তরাজ্য বিএনপি নেতা আবদুল হামিদ চৌধুরী, তৈমুছ আলী, আবুল কালাম আজাদ, আক্তার হোসেন, লুৎফর রহমান, আব্দুল হাই, নসরুল্লাহ খান জুনায়েদ,সাবেক ছাএনেতা এম.এ খালেদ পাভেল, নাসিম আহমেদ চৌধুরী, তাজউদ্দিন, নাসির আহমেদ শাহিন, আসাদুজ্জামান আক্তার, ব্যারিস্টার তারিক বিন আজিজ, গিয়াস উদ্দিন রিমন, অধ্যাপক ফরিদ আহমদ, কামাল উদ্দিন, শাহ শরীফুজ্জামান চৌধুরী তপন, এনামুল হক লিটন, শফিকুল ইসলাম রিবলু, আবুল হোসেন, এডভোকেট তাহির রহমান চৌধুরী বাদল, ব্যারিস্টার সায়েম, আনোয়ার হোসেন খোকন, আমিরুল ইসলাম, পারভেজ আহমেদ, মিসবাহ বিএস চৌধুরী, মাওলানা মোহাম্মদ শামীম প্রমুখ।

জানাজায় ইমামতি করেন ফোর্ডস স্কয়ার মসজিদের ইমাম মাওলানা রুহুল আমীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *