খালেদার পুত্রশোক নয়, রাজনীতির শোক

ঢাকা: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, এতো মানুষ দগ্ধ হওয়ার পরও খালেদা জিয়া আগুন দিয়ে মানুষ পোড়ানোর কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তার ছোট ছেলের মৃত্যুর সংবাদ শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সান্তনা জানাতে গিয়েছিলেন। একজন মা হিসেবে গিয়েছিলেন। কিন্তু খালেদা জিয়ার মন গলেনি। পেট্রোল বোমায় দগ্ধদের জন্য ওনার শোক হয় না। তাই খালেদার ছেলের জন্য যে শোক, সেটিও লোক দেখানো।

সোমবার (২৫ জানুয়ারি) রাজধানীর গুলিস্তানে জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটির জনসভায় বক্তব্যকালে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, দেশে এর আগেও আন্দোলন হয়েছে। শিক্ষার্থীদের পরীক্ষার সময় তখন অবরোধ প্রত্যাহার করা হতো। কিন্ত এবার খালেদা গোঁ ধরে বসে আছেন।

মন্ত্রী বলেন, খালেদা জিয়া পুত্রশোকে নয়, রাজনীতির শোকে বিহ্বল। তবে মানুষ পুড়িয়ে ক্ষমতায় আসতে পারবেন না তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *