আরব আমিরাত তরুন প্রজন্ম দলের শোক সভা।

আরব আমিরাত প্রতিনিধিঃ ২৪ জানুয়ারি শনিবার সন্ধা ৭ঘটিকা স্থানীয় এক হোটেলে বি,এন,পি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে আরব আমিরাত তরুন প্রজন্ম দলের উদ্দেগে শোক সভা ও দোয়া মোনাজাত  করা হয়, সংগঠনের সভাপতি এম,শামছুর রহমান সোহেল এর সভাপতিত্বে এবং সহ-সাধারন সম্পাদক মামুনুর রহমান মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরব আমিরাত বি,এন পি সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ছোলাইমান, আরব আমিরাত তরুন প্রজন্ম দল সহ-সভাপতি এম,এন,কে বাবলু, আজমান সভাপতি মোঃ সোহেল রানা, সাধারন সম্পাদক আলমগীর হোসেন, সহ-সাধারন সম্পাদক সোহেল ভৌরবী, জুগ্ন সাধারন সম্পাদক সোহাগ চৌধুরী, জুগ্ন-সম্পাদক আছলাম, সহ-সাংগঠনিক মোঃ আনোয়ার, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ নাছির উদ্দিন প্রমুখ।
বক্তারা আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সমবেদনা জানান,
এই সময়  বক্তারা আরো বলেন দেশ নেএী বেগম খালেদা জিয়ার এক ছেলে গেলেও আমরা হাজার ছেলে নেএীর পাশে থাকবো, দেশ নায়ক তারেক রহমানের এক ভাই নেই আমরা তরুন যারা আছি তারেক রহমান আমাদের নেতা এবং আমাদেরই ভাই আমরা তারেক রহমানের সাথে আছি থাকবো ইনশাআল্লাহ,
সভা শেষে সকলে মিলে কোরআন তেলোয়াত করেন, হাফেজ মোঃ জাহিদুর রশিদ এর  পরিচালনায় মোনাজাতে আরাফাত রহমান কোকোর বিদেহী আওার মাগফেরাত, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে শোকাহত পরিবারের শোক সহ্য করার ক্ষমতা দানের জন্যে আল্লাহর দরবারে দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *