সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদের মৃত্যুতে শোক জানিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদ গত শুক্রবার ইন্তেকাল করেন।
সৌদি বাদশাহর মৃত্যুতে গত শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। এ দিন সারা দেশের সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।