কুমিল্লা মাতাবেন আঁখি-তপু

দর্শক মাতাতে কুমিল্লা যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর ও তপু। ৩১ জানুয়ারি, শনিবার কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘হিমেল সন্ধ্যা’।

এ লাইভ কনসার্টে আঁখি আলমগীর ও তপু ছাড়াও সংগীত পরিবেশন করবেন অন্যান্য শিল্পীবৃন্দ। সুরের মুর্ছনা ছাড়াও নৃত্যের তাল ও ছন্দের পাশাপাশি থাকবে নানাবিধ আয়োজন।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন, কুমিল্লা এরিয়া ও এটিএন বাংলা। মুকাদ্দেম বাবু ও রাসেল মাহমুদের যৌথ প্রযোজনায় অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *