পাবনা: ২০ দলের ডাকা টানা অবরোধের মাঝে ৩৬ ঘণ্টা হরতালের প্রথমদিন পাবনায় একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ভাঙচুর করা হয়েছে আরও একটি ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা।
পাবনা-ঢাকা মহাসড়কের জাফরাবাদ এলাকায় রোববার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্র জানায়, পাবনা কেন্দ্রীয় বাস টারমিনাল এলাকা থেকে দু’টি ট্রাক ও একটি সিএনজি চালিত অটোরিকশা কাশিনাথপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে জাফরাবাদ এলাকায় পৌঁছামাত্র পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা একটি ট্রাকে আগুন দেয় এবং আরেকটি ট্রাক ও অটোরিকশা ভাঙচুর করে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক জানান, খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি। পেট্রোলবোমা নিক্ষেপ করায় ট্রাকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান জানান, পাবনা থেকে পুলিশি পাহারায় গাড়ি চালানোর জন্য চালকদের নির্দেশনা দেয়া আছে। কিছু গাড়ি একসঙ্গে করে পুলিশি পাহারায় গুরুত্বপূর্ণ স্থানগুলো পার করে দেয়া হয়। আমাদের সঙ্গে কথা না বলে একাই রাস্তায় বের হওয়ায় এমন দুর্ঘটনা ঘটেছে।
One thought on “ট্রাকে আগুন, ২ গাড়ি ভাঙচুর”