নরসিংদীর সদর উপজেলার ভাটপাড়া এলাকায় গণপিটুনিতে ৭ ডাকাত নিহত হয়েছেন।
সোমবার ভোর রাত ৩টার দিকে এ ঘটনা ঘটেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাসেম জানান, ভোর রাত ৩টার দিকে সদর উপজেলার ভাটপাড়া এলাকায় ১৫-২০ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ খবর টের পেয়ে স্থানীয় মসজিদে মাইকিং করে এলাকাবাসীরা জড়ো হয়ে ওই ডাকাতদের ধাওয়া করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ৭ ডাকাত নিহত হন। বাকি ডাকাতরা পালিয়ে যায়।
এ ব্যপারে তদন্ত চলছে। তবে নিহত ডাকাতদের নাম পরিচয় জানাতে পারেননি ওসি আবুল কাসেম।