রাজধানীর মতিঝিলে রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে আওয়ামী লীগ ও বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রিন্সিপাল অফিসারসহ ৬ জন আহত হয়েছেন। আহতরা হলেন-প্রিন্সিপাল অফিসার আল্লামা ইকবাল রানা, ফরিদ, নেওয়াজ মোর্শেদ, সরাফত, সামছুল আলম ও তরিকুল ইসলাম।
তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
রোববার সকালে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বেলা সাড়ে ১১ টার দিকে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত প্রিন্সিপাল অফিসার আল্লামা ইকবাল রানা হাসপাতালে বলেন, ‘রোববার সকাল ১০ টার দিকে মতিঝিলের রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে আমরা কাজ করছিলাম। এ সময় কিছু কর্মকর্তা কর্মচারী এসে আমাদের উপর অতর্কিত হামলা করে। এতে আমরা আহত হই। তবে কি কারণে এই হামলার ঘটনা ঘটেছে তা জানাতে পারেননি ওই কর্মকর্তা।