কিছুক্ষণ আগে (রবিবার দুপুরে) মালয়েশিয়ার জাতীয় মসজিদ কুয়ালালামপুরের মসজিদে নাগারায় তার নামাজে জানাজায় হাজার হাজার মানুষ অংশ নেয় বলে জানিয়েছেন বিএনপির মালয়েশিয়া শাখার সভাপতি মোহাম্মদ শহিদুল্লাহ। জানাজার পর কোকোর মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তার মরদেহ বাংলাদেশে আনার জন্য মঙ্গলবার সকালের ফ্লাইটে টিকেট নেওয়া হয়েছে।
প্রয়াত কোকোর মামা শামীম এস্কান্দার মরদেহ আনার জন্য মালয়েশিয়ার পথে রয়েছেন বলে ঢাকায় খালেদা জিয়ার প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন। তিনি আরও জানান, কোকোর দাফনের ব্যাপারে এখনো চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। পরিবারের সদস্য ও বিএনপির সিনিয়র নেতারা বৈঠক করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বলে তিনি জানান।
মালয়েশিয়ায় অবস্থানরত আরাফাত রহমান শনিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।