বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মরদেহ সোমবার নয়, মঙ্গলবার দেশে আনা হচ্ছে। রোববার মালয়েশিয়া বিএনপির বরাত দিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
কোকোর মরদেহ বাংলাদেশে আনার জন্য মঙ্গলবার সকালের ফ্লাইটে টিকিট কাটা হয়েছে বলে বিএনপির মালয়েশিয়া শাখার সভাপতি মোহাম্মদ শহিদুল্লাহ জানিয়েছেন।
এদিকে, রোববার দুপুরে মালয়েশিয়ার জাতীয় মসজিদ কুয়ালালামপুরের মসজিদে নাগারায় তার জানাজা অনুষ্ঠিত হয়। বহু মানুষ এতে অংশ নেন। জানাজার পর কোকোর মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
আরাফাত রহমান মালয়েশিয়ায় শনিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
তথ্যসূত্র : বিবিসি।