বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানিতে বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে ১৫.৬০ শতাংশ বৃদ্ধির জন্য প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)।
রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর কারওয়ান বাজারের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মিলনায়তনে বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে গণশুনানি শুরু হয়।
শুনানিতে গ্রাহক পর্যায়ে গড়ে প্রতি ইউনিট বিদ্যুতের বর্তমান দর ৫.৯৩ টাকার পরিবর্তে ৬.৮০ করার প্রস্তাব করা হয়। একই সঙ্গে কৃষি সেচে বিদ্যুতের দাম ৪.৭১ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়।
প্রস্তাবে, আবাসিক খাতে ১ থেকে ৭৫ ইউনিট পর্যন্ত ৩.৮৭ টাকা থেকে ১১.১১ শতাংশ বৃদ্ধি করে ৪.৩০ টাকা, ৭৬ থেকে ২২০ ইউনিট পর্যন্ত ৫.০১ টাকা থেকে ১৫.৬১ শতাংশ বাড়িয়ে ৫.৫০ টাকা, ২২১ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত ৫.১৯ টাকা থেকে ৬ টাকা, ৩০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত ৫.৪২ টাকা থেকে ৬.৫০ টাকা, ৪০১ থেকে ৬০০ ইউনিট পর্যন্ত ৮.৫১ টাকা থেকে ৯ টাকা এবং ৬০০ ইউনিটের বেশি প্রতি ইউনিটের জন্য ৯.৯৩ টাকা থেকে বাড়িয়ে সাড়ে ১০ টাকা করার দাবি জানানো হয়।
তবে পাইকারি পর্যায়ে দাম বাড়ানো না হলে খুচরা পর্যায়ে দাম বাড়ানোর প্রয়োজন নেই বলে মত দিয়েছে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি।
কারিগরি মূল্যায়ন কমিটি বলছে, যদি পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ৫.১৫ শতাংশ বাড়ানো হয়, তাহলে গ্রাহক পর্যায়ে ০.২৭ শতাংশ বাড়ানো যেতে পারে।
বর্তমানে বিআরইবির মোট ৭২টি পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে। এ সমিতির মাধ্যমে মোট ৪৫৩টি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করছে। গ্রাহক সংখ্যা এক কোটি ৭ লাখ ৮২ হাজার।
বিইআরসির চেয়ারম্যান এ আর খানের সভাপতিত্বে গণশুনানিতে উপস্থিত ছিলেন, কমিশনের সদস্য ড. সেলিম মাহমুদ, প্রকৌশলী দেলোয়ার হোসেন, রহমান মুরশেদ ও মাকসুদুল হক, বিআরইবির চেয়ারম্যান ব্রি. জে. মঈনুদ্দীন, কন্ট্রোলার অব ফাইন্যান্স ফরিদুল ইসলাম, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. শামসুল আলমস প্রমুখ।
রোববার বিকেলে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) প্রস্তাবের ওপর গণশুনানি হবে।