বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর জন্য শোকবই খুলেছে বিএনপি। গুলশান কার্যালয়ের সামনে এই শোকবই রাখা হয়েছে। দেশে আনার পর কোকোর মরদেহ দেখতে আসা সর্বসাধারণের জন্য বইটি উন্মুক্ত রাখা হয়েছে।
কোকোর মৃত্যুর সংবাদে শনিবারের মতো রোববারও গুলশান কার্যালয়ের সামনে অসংখ্য নেতা-কর্মী ও সাধারণ মানুষ জড়ো হয়েছে।
এদিকে বোরবার বাদ জোহর মালয়েশিয়ায় কোকোর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরে তার মরদেহ ইউনিভার্সিটি অব মালয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দার ও কোকোর দুই ফুফা লাশ দেশে আনতে এরই মধ্যে মালেয়শিয়ার পথে রয়েছেন। সোমবার দুপুরের দিকে কোকোর মরদেহ দেশে আসার কথা রয়েছে।
শনিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে মালেয়শিয়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান আরাফাত রহমান কোকো।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর সেনানিবাসের বাড়ি থেকে খালেদা জিয়ার সঙ্গে গ্রেফতার হন কোকো। ২০০৮ সালের ১৭ জুলাই জামিনে মুক্তি পাওয়ার পরদিন চিকিৎসার জন্য থাইল্যান্ড যান তিনি। থাইল্যান্ড যাওয়ার পর মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় সেখান থেকে মালয়েশিয়ায় চলে যান কোকো। সেখানেই শনিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।