সরাইলে হরতাল চলাকালে পুলিশ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সকালে সরাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে হরতালের সমর্থনে ছাত্রদল একটি মিছিল বের করতে চাইলে পুলিশ এতে বাঁধা দেয়। এসময় পুলিশের সাঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশ সংবাদিকসহ ২০ জন আহত হয়েছেন। আহত সাংবাদিক মোহনা টেলিভিশনের সরাইল প্রতিনিধি মো. শফিক মিয়া।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।