ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগমা খালেদা জিয়ার বিশেষ সহকারীর শিমুল বিশ্বাসের বক্তব্য শিষ্টাচার বহির্ভূত। তিনি সঠিক কথা বলেননি। খালেদা জিয়াকে সমবেদনা জানানোর জন্য গাড়ি থেকে নেমে তাঁর কার্যালয়ের গেটের সামনে প্রধানমন্ত্রী পাঁচ মিনিট দাড়িয়ে ছিলেন। কিন্তু গেট খোলা হয়নি।’
প্রধানমন্ত্রীকে গেটে এসে পাননি শিমুল বিশ্বাসের এমন বক্তব্য সঠিক না বলে মন্তব্য করে শনিবার রাত পৌনে ১০ টার দিকে মাহবুবুল হক শাকিল গণমাধ্যমকে এ কথা বলেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী পাঁচ মিনিট গেটের বাইরে দাড়িয়ে ছিলেন। এসময় গেট খুলে শিমুল বিশ্বাস আসেননি। তার হাতে কোনো শোক বইও ছিল না। তিনি যে আচারণ করেছেন তার শিষ্টাচার বহির্ভূত।’
‘শিমুল বিশ্বাসকে একটি বারের জন্য গেটটি খুলে দেয়ার অনুরোধ করেছিলাম। কিন্তু তিনি অনুরোধ রাখেননি।’ বলেন শাকিল।
এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত ৮ টার ৩৭ মিনিটে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সমবেদনা জানাতে তাঁর গুলশানের রাজনৈতিক কার্যালয় যান।
এর আগে শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে (বাংলাদেশ সময়) মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা যান (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)