তুমি একটা ঝড়!
মোঃ আমির হোসেন
হঠাৎ অাসো তুমি
ঝড়ের মতো এলোমেলো ঘুরে
ধুমড়ে মুচড়ে দাও তুমি
চঞ্চল কথার বাতাসে!
পেছনে কী ভেঙে গেলে
অাবার যাও ভুলে
ভাঙার জন্য অাবার সুযোগে
অামায় নাও তুলে!
বুঝিনা কী করে
মন্দিরটা ভেঙে পূজার বেদী ফেলে
তুমি গেলে চলে
পেছনের কথা ভুলে!
অামি স্মৃিতর ভাঙা টুকরো নিয়ে
ঝড়ের অাশায় থাকি
হঠাৎ কখন এসে
ভালোবাসার শুকনো পাপড়ি নিয়ে
দুমড়ে মুচড়ে যাবে চলে
পেছনের কথা ভুলে!!!