বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া দেশবাসীর প্রতি শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
গুলশানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সমবেদনা জানানো শেষে ফেরার পথে শনিবার সন্ধ্যায় তিনি এ আহ্বান জানান।
রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া শোকে মূহ্যমান। তিনি দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন।’