খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গুলশান কার্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সমবেদনা জানাতে তার গুলশান কার্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা যাচ্ছেন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে.

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, আজ শনিবার রাত ৮টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অবস্থানরত খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবেন তিনি।

আজ দুপুরে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো।

বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান আজ এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, বাংলাদেশ সময় শনিবার দুপুর সাড়ে ১২টায় হৃদরোগে আক্রান্ত কোকোকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ খবর জানার পর থেকেই গুলশান কার্যালয়ে খালেদা জিয়াকে সমবেদনা জানাতে আসছেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং নিকটাত্মীয়রা।

আতিক/প্রবাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *