ঢাকা : ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর সংবাদ শোনার পর থেকে মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২ টায় মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নেয়ার পথে কোকো ইন্তেকাল করেন।
মৃত্যুর সংবাদ শোনার পর খালেদা জিয়ার গুলশান কার্যালয় সরেজমিন ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সময় স্লোগানে স্রোগানে মুখরিত কার্যালয়টিতে যেন নেমে এসেছে শোকের ছায়া। কারো মুখে নেই কোন কথা। পুরো ভবন জুড়ে নীরবতা বিরাজ করছে।
চেয়ারপারসনের মিডিয়া উইং এর কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বেগম জিয়া যখন ছেলের মৃত্যুর সংবাদ পেয়েছেন তখন তার পাশে কেউ ছিলেন না। মৃত্যুর সংবাদ শোনার পর তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।
চেয়ারপারসনের মিডিয়া উইং এর আরেক কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, দীর্ঘদিন দেশান্তরে থাকা প্রিয় ছেলের মৃত্যুর সংবাদ শোনার পর একজন কোমলময়ী মা হিসেবে মানসিকভাবে ভেঙ্গে পড়াটা খুবই স্বাভাবিক। ছেলের মৃত্যুর সংবাদ শোনার সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে যান তিনি।
এদিকে মুত্যুর সংবাদ শোনার পর থেকে খালেদা জিয়ার আত্মীয় স্বজনরা গুলশান কার্যালয়ে আসতে শুরু করেছেন।