ঢাকা: বিদ্যুতের মূল্য বৃদ্ধি, সরকারের নাশকতার ষড়যন্ত্র এবং বিএনপিসহ জোটের ১০ হাজার নেতাকর্মী গ্রেপ্তোরের প্রতিবাদে ঢাকা মহানগরীসহ দেশব্যাপী আগামীকাল রোববার ভোর ছয়টা থেকে সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত মোট ছত্রিশ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
শনিবার গণমাধ্যমে পাঠানো বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত জোটের এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়।
বিবৃতিতে দেশব্যাপী শান্তিপূর্ণ স্বতঃস্ফুর্তভাবেভাবে সর্বাত্মক হরতাল পালনের জন্য বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন ও ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে অনুরোধ জানানো হয়েছে।