দিনাজপুরের পার্বতীপুরে জমি নিয়ে সাঁওতাল-বাঙালির মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় বাবা জহুরুল ও তার ছেলে সোহাগ নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাবিবপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, সকাল সাড়ে ১০টার দিকে জমি নিয়ে সাঁওতাল ও বাঙালিদের মধ্যে তীর-ধনুকসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। এসময় বাবা ও ছেলে নিহত হন। এতে কয়েকজন আহত হয়েছেন।