ঢাকা: যদি পুরুষরা শুধু নিম্নাংশ ঢেকে সারাবিশ্ব ঘুরে বেড়াতে পারেন, তবে আমরা কেন নয়? এটা শুধু প্রশ্ন নয়, রীতিমতো আন্দোলনের আকার নিয়েছে ব্রাজিলের রিও দে জেনেইরোতে। এ দাবিতে রিও-র সমুদ্র সৈকতে Top Less হয়ে অভিনব প্রতিবাদ জানালেন ৭ জন তরুণী। রিও-র জনবহুল সমুদ্রতটে এমন প্রতিবাদ দেখে স্তম্ভিত হয়ে যান সকলে।
২০১৩-য় ডিসেম্বর মাসে সমুদ্রতটে টপলেস হওয়ার দাবি জানিয়ে আন্দোলন শুরু হয়। এর পুরোধা ছিলেন সাংবাদিক আনা পওলা নোগুয়েইরা জানান, ফেসবুকে প্রথম এর সপক্ষে সচেতনতা প্রচার শুরু হয়। পরে তা আন্দোলনের আকার নেয়। আমরা কখনই চাইনি শুধুমাত্র ৮-১০ হাজার মহিলা এক সঙ্গে টপলেস হয়ে এর প্রতিবাদ করুন। তার সঙ্গে এটাও চেয়েছি, এ বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করা হোক।
ব্রাজিলের আইন অনুযায়ী, কোমরের উপর থেকে পোশাক ছাড়া সমুদ্রতটে কোনও মহিলা থাকলে ৩ মাস থেকে ১ বছর পর্যন্ত কারাবাস হতে পারে। অথচ পুরুষদের ক্ষেত্রে এ নিয়ে কোনও বাধ্য-বাধকতা নেই। এটা ‘চূড়ান্ত অপমানজনক’ মনে করেই মানা এই আন্দোলন শুরু করেন।