ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বাসের ২৮ যাত্রী দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।এর ভেতর ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাসটিতে পেট্রল হামলা চালানো হয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শঙ্কর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে দগ্ধদের নামপরিচয় পাওয়া যায়নি।
ওয়ারি বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, দগ্ধদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরহাদ হোসেন বলেন, আগুন নিভাতে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়েছে।