সৌদি আরবের নতুন বাদশাহ হিসেবে সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের নাম ঘোষণা করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে শুক্রবার ভোরে বাদশাহ আব্দুল্লাহর মৃত্যুর পর নতুন বাদশাহ হিসেবে ৭৯ বছর বয়সী সালমানের নাম ঘোষণা করা হয়।
২০১২ সালের জুনে সাবেক ক্রাউন প্রিন্স নাইফের মৃত্যুর পর নতুন ক্রাউন প্রিন্স হিসেবে মনোনীত হন সালমান। তখন থেকে দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন তিনি।
এর আগে রিয়াদের গভর্নর হিসেবে প্রায় ৫০ বছর দায়িত্ব পালন করেন সালমান।
সালমানকে বাদশাহ হিসেবে ঘোষণার পাশাপাশি মাক্রিন বিন আব্দুল আজিজ আল সৌদকে নতুন ক্রাউন প্রিন্স হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।