সৌদি বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদের জানাজা সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার আসরের নামাজের পর রাজধানী রিয়াদের গ্রান্ড মসজিদে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামমতি করেন মসজিদের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ।
সৌদি বাদশার জানাজায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফসহ আঞ্চলিক ও বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন।
এর আগে শুক্রবার ভোররাতে ৯০ বছর বয়সী আব্দুল্লাহ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন।