উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮.১ ব্যবহারকারীদের বিনা মূল্যে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম আপগ্রেড করার সুবিধা দেওয়া হবে জানিয়েছে মাইক্রোসফট।
মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম গ্রুপের পরিচালক টেরি মেয়ারসন ২১ জানুয়ারি বুধবার এক ঘোষণায় জানিয়েছেন, মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮.১ ব্যবহারকারীদের বিনা মূল্যে নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ আপগ্রেডের সুযোগ দেওয়া হবে। নতুন অপারেটিং সিস্টেমটি বাজারের আসার সঙ্গে সঙ্গেই এই সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।
ব্যবহারকারীরা এক বছর বিনা মূল্যে আপগ্রেড করে নিতে পারবেন উইন্ডোজ ১০ সংস্করণটি। চলতি বছরের শেষের দিকে উইন্ডোজ ১০ বাজারে নিয়ে আসবে মাইক্রোসফট।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া