ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কটূক্তি করার অভিযোগে সানজিদা আক্তার (২১) নামে এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডি এলাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এসআই এমদাদ জানান, গত মঙ্গলবার সাঈদ ইবনে মাসুদ নামের এক ব্যক্তি রমনা থানায় প্রধানমন্ত্রী ও তার ছেলেকে নিয়ে কটূক্তি করায় সানজিদার নামে অভিযোগ দায়ের করেন। তিনি দাবি করেন, সানজিদা আক্তার ফেসবুকে ভুয়া আইডি খুলে এসব কটূক্তি করছিলেন।
তিনি বলেন, ‘সানজিদাকে সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে। এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাছাড়া ভুয়া ওই ফেসবুক আইডির ব্যাপারেও আমরা বিটিআরসির সাথে কথা বলেছি। তাদের কাছ থেকেও তথ্য নেয়া হচ্ছে।’