চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত অবরোধ’

চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে’ বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পাশাপাশি জনগণের ভোটাধিকার অর্জন না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন অব্যাহত রাখতে তিনি নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।

আজ শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে সাংবাদিকদের কাছে এসব কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার।

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন সুষ্ঠু ও সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন হবে-এটা প্রত্যাশা করেন।’

‘খালেদা জিয়ার গ্রেফতার গুঞ্জন’ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চেয়ারপার্সন (খালেদা জিয়া) কোনো ব্যাপারেই অবগত নন। সরকার যদি এ ধরনের পদক্ষেপ নেয়, তাহলে মারাত্মক ভুল করবে। সরকারকে যারা এ ধরনের বুদ্ধি দিচ্ছেন তারা বোকার স্বর্গে বাস করছেন বলেও মন্তব্য করেন ইউসুফ হায়দার।

তিনি আরও বলেন, ম্যাডাম (খালেদা) সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ড. সিরাজুল ইসলাম, মোরশেদ হাসান খান, শফিউল্লাহ, তাহমিনা আকতার ট্রফি, ইস্রাফিল রতন, সারোয়ার উদ্দিন, প্রফেসর নুরুল ইসলাম, মাহফুজুল ইসলাম, এ বি এম ওবায়দুল ইসলাম, আমিনুর রহমান মজুমদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *