উখিয়া আ.লীগে গোলাগুলি, আহত ১০

প্রভাব বিস্তার ও চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে উখিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষে গোলাগুলি হয়েছে। এতে দুইজন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১০ জন।

শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার পলংখালী বাজারে এ সংঘর্ষ হয়। গুলিবিদ্ধরা হলেন- আওয়ামী লীগ কর্মী হাফেজ জাকের (৪০) ও রাসেল (২৫)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদের সঙ্গে জেলা যুবলীগের উপ-দপ্তর শাহাদাত হোসেন জুয়েলের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার বিকেল সাড়ে ৪টায় পালংখালী ৭ নং ওয়ার্ডের সাবেক সদস্য (মেম্বার) সিরাজুল ইসলামের ছেলে ও জুয়েল সমর্থক শফিকুল ইসলামের সঙ্গে স্থানীয় জমিদার ইয়াকুব ফকিরের নাতি ও আলী আহমদের সমর্থক মোহাম্মদ জুনায়েদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

আলী ও জুয়েল সমর্থকদের মধ্যে ২০ মিনিট ধরে চলা সংঘর্ষে বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। এতে যুবলীগ নেতা জুয়েলের চাচা ও পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সভাপতি প্রার্থী হাফেজ জাকের (৪০) ও রাসেল গুলিবিদ্ধ হন। আহত হন আওয়ামী লীগ কর্মী নুরুল বশর (৩৫) ও সৈয়দুল বশর (৪০)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, ‘দোকান নিয়ে দুই গ্রুপে কথাকাটাকাটি হয়েছে বলে শুনেছি। তবে সংঘর্ষ এবং গুলিবিনিময়ের খবর শুনিনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *