নোয়াখালী: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের ১৮তম দিনে নোয়াখালীর সেনবাগে ১০টি গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩০ রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে। পরে ককটেল ও পেট্রোল বোমাসহ শিবিরের দুই নেতাসহ তিন জনকে আটক করে পুলিশ।
শুক্রবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- সেনবাগের বীজবাগ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মো. ইয়াছিন (২৪), ফেনীর দাগনভূঞা ইকবাল কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি বাহার উদ্দিন ও শিবির কর্মী শাওন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সাড়ে ৪টার দিকে কয়েকজন মুখোশধারী উপজেলার সেবারহাট বাজারে ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা চারটি সিএনজি অটোরিকশা ও একটি ট্রাক ভাঙচুর করে। এলাকায় আতঙ্ক ছড়াতে তারা ৪-৫টি ককটেল বিস্ফোরণও ঘটায়। খবর পেয়ে ৩০ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে ককটেল ও পেট্রোল বোমসহ শিবিরের দুই নেতাসহ তিন জনকে আটক করে পুলিশ।
অন্যদিকে, বিকেল ৪টার দিকে উপজেলার ছমির মুন্সিরহাট বাজারে দুর্বৃত্তরা প্রধান সড়কে পাঁচটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে পালিয়ে যায়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, ভাঙচুরের খবর পেয়ে ৩০ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে চারটি ককটেল, দুটি পেট্রোল বোমাসহ তিন জনকে আটক করা হয়।