বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধ কর্মসূচির সর্মথনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় মিছিল করেছে ছাত্রদল। তবে মিছিলটি পুলিশের বাধার মুখে পড়ে।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আলমগীর হাসান সোহানের নেতৃত্বে মিছিলটি বের হয়। মিছিলটি চানখারপুল মোড় থেকে শুরু হয়ে দোয়েল চত্বরের দিকে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে ছত্রভঙ্গ হয়ে যায়।
এতে উপস্থিত ছিলেন, ছাত্রনেতা রজিবুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা- মো. ইমরান হোসেন, হাফিজুর রহমান, আনিসুর রহমান শামীম, আলমগীর কবির, সাঈফুজ্জামান, নাজমুল ইসলাম, শফিক, আক্তারুজ্জামান, সজীব, হারুনুজ্জামান, শামীম, রন্জু, হাসান, শিমুল, সজীব (এফ আর) রাজু, প্রিন্স, আহসানুল হক মিঠু (জবি) আখতার, ঢাকা কলেজ ছাত্রনেতা আশিক, আব্দুল্লাহ, অভি প্রমুখ।
আতিক/প্রবাস