মহেশপুরে সুফিয়া বেগম (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর নিহতের স্বামী জহির উদ্দিন পলাতক রয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার লালপুর গ্রামে স্বামীর বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সুফিয়া বেগম চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার জিন্নানগর গ্রামের ওস্বাত আলীর মেয়ে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শুক্রবার সকালে সুফিয়া বেগমের লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে স্বামী জহির উদ্দিন পালিয়ে গেছে বলে প্রাথমিক ভাবে ধারণ করা হচ্ছে।
লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।