ঢাকা: সৌদি বাদশা আবদুল্লাহ বিন আবদুলআজিজ বিন সৌদের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।
শুক্রবার পৃথক শোকবার্তায় তারা আবদুল্লাহর বিদেহী আত্মার শান্তি কামনা করেন। খবর বাসসের।
শোক বার্তায় তারা সৌদি রাজ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
সৌদি বাদশা আবদুল্লাহ বিন আব্দুলআজিজ আল সৌদ স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় (বাংলাদেশ সময় শুক্রবার ভোর চারটা) মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
তিনি নিউমোনিয়া আক্রান্ত হয়ে গত ডিসেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন।