রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া।
বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদকে সঙ্গে নিয়ে সেনাপ্রধান বঙ্গভবনে যান।
সাক্ষাতে রাষ্ট্রপতিকে আগামী ১ ফেব্রুয়ারি বিইউপির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয় বলে রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি বলেন, সাক্ষাতে সেনাপ্রধান রাষ্ট্রপতিকে জানান, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠিত ৫টি মেডিকেল কলেজ সম্প্রতি কার্যক্রম শুরু করেছে, প্রত্যেক মেডিকেল কলেজে ৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।
সময়োপযোগী শিক্ষা উৎসাহিত করার জন্য রাষ্ট্রপতি এসময় সেনাবাহিনীর প্রশংসা করেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।