রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তুল ও গুলিসহ এক শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার রাজাবাড়ি চেকেপোস্টে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই শিবিরকর্মীর নাম আনারুল ইসলাম (২৭)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঠুটাপাড়া এলাকার একরামুল হকের ছেলে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ফরহাদ জানান, গ্রেপ্তার আনারুল সিএনজি চালিত অটোরিকশাযোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী যাচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে আনারুলকে আটক করে তার শরীর তল্লাশি করা হয়। তার জ্যাকেটের ভেতর থেকে একটি পিস্তুল এবং কাছে থাকা ব্যাগ থেকে আরেকটি পিস্তুল, ১২ রাউন্ড গুলি এবং ৪টি ম্যাগজিন উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনারুল ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছে। সে শিবগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি রাজশাহীতে পৌঁছে দিচ্ছিল। ধারণা করা হচ্ছে, এসব আগ্নেয়াস্ত্র ও গুলি রাজশাহী মহানগরীতে নাশকতার কাজে ব্যবহার করা হতো। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।