নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভোলাইলে একটি পণ্যবাহী ট্রাক ও একটি নোয়াহ মাইক্রোবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার বিকেল সোয়া ৩ টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।
এ সময় দুর্বৃত্তদের মারধরে ট্রাক চালক জাহাঙ্গীর ও মাইক্রোবাসের চালক ফজলুল হক আহত হয়েছেন।
ট্রাকচালক জাহাঙ্গীর জানান, তিনি মুন্সিগঞ্জ থেকে ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-১০৯৯) ভর্তি পণ্য নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। বিকেল সোয়া ৩ টার দিকে ভোলাইল এলাকায় ১০/১২ জন দুষ্কৃতিকারী ট্রাকের গতিরোধ করে গ্লাস ভেঙে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় দুর্বৃত্তদের মারধরে তিনি আহত হন।
অন্যদিকে মাইক্রোবাস চালক ফজলুল হক জানান, দুর্বৃত্তরা তাকে গাড়ি (ঢাকা মেট্রো চ-৫১-৭২৯৩) থেকে নামিয়ে মারধর করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।