ঢাকা: সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহকে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে চুক্তিভিক্তিক নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীকে ২ বছরের জন্য সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে চুক্তিভিক্তিক নিয়োগ দেয়া হলো।
এদিকে অবসর ছুটি ভোগরত সেনা কর্মকর্তা মেজর জেনারেল আসহাব উদ্দিনকে আগামী দুই বছরের জন্য কুয়েতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।