পুলিশের উপর ককটেল নিক্ষেপ, আহত ৩

নগরীর চান্দগাও থানার রোজ গার্ডেন কমিউনিটি সেন্টারের সামনে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরনে তিন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন- ফরিদ উদ্দিন (৩৬), রিপন বড়ুয়া (৩৫), রমিজ উদ্দিন (৩৫)।

আহত পুলিশ সদস্যদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের শরীরে স্প্লিন্টার পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) জহিরুল ইসলাম বলেন, ‘অবরোধের দায়িত্ব পালনকালে পুরান চান্দগাও থানার রোজ গার্ডেন কমিউনিটি সেন্টারের সামনে পুলিশকে লক্ষ্য করে দুর্বত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে ৩পুলিশ সদস্য আহত হয়েছেন।’

এদিকে আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন সিএমপি কমিশনার আব্দুল জলিল মণ্ডলসহ পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *